মানস দাস, মালদা
শিক্ষককে মারধোরের প্রতিবাদে রাস্তা অবরোধ কলেজের ছাত্রছাত্রীদের।অবরোধ তুলতে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করল পুলিশ।পুলিশের লাঠি থেকে বাঁচতে পড়ুয়াদের মধ্যে শুরু হয়ে যায় ছুটাছুটি।বৃহস্পতিবার বিকেল নাগাদ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের আইটিআই মোড় এলাকায়।পুলিশ জনাকয়েক পড়ুয়াদের আটক করেছে।আইটিআই কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরবেলা মোটর বাইক নিয়ে মালদা আই টি আই কলেজে ঢুকছিলেন শিক্ষক দেবদাস মাঝি। কলেজে ঢোকার সময় হঠাৎ করে দুইজন রাস্তায় তাকে আটকে মারধোর শুরু করে।এই খবর ছড়িয়ে পরতেই ছাত্র ছাত্রীরা শিক্ষককে মারধরের প্রতিবাদে মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।এপ্রসঙ্গে আক্রান্ত কলেজ শিক্ষক দেবদাস মাঝি জানান,"স্থানীয় তৃণমূল কাউন্সিলার প্রসেনজিৎ ঘোষের অনুগামীরাই আমার ওপর আক্রমণ করেছে।কারণ বুধবার একটি মিছিলে পড়ুয়াদের অংশগ্রহণ করার জন্য আমাকে জানিয়েছিল স্থানীয় কাউন্সিলর।কিন্তু সেই মিছিলে পড়ুয়ারা না যাওয়ায় আমার ওপর হুমকি আসছিল।আমার আশঙ্কা মতোই আজ আমার ওপর হামলা করা হয়েছে।এই সবের পেছনে স্থানীয় কাউন্সিলর জড়িত বলে অভিযোগ করেছেন আক্রান্ত ওই শিক্ষক।এদিকে অবরোধকারী পড়ুয়াদের অভিযোগ,"আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।বহিরাগতরা কলেজ চত্বরে ঢুকে প্রতিনিয়ত গুন্ডামি চালায়।আমরা অতিষ্ঠ।বহিরাগতরা সকলেই রাজনৈতিক ছত্রছায়ায় পুষিত।আমরা কলেজে পড়তে আসি, রাজনীতি করতে নয়।তাই আজ শিক্ষকে মারধরের ঘটনার প্রতিবাদে পথে নেমেছি।শহরের ব্যস্ততম আইটিআই মোড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী প্রথমে পুলিশ পড়ুয়াদের
অবরোধ তুলে নিতে বলেন,কিন্তু সে বিষয়ে তারা বেঁকে বসায় তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ ছাত্র ছাত্রীদের উপর লাঠিচার্জ শুরু করে। শুরু হয়ে যায় ছুটাছুটি।এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।তারপর যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে আক্রান্ত শিক্ষক দেবদাস মাঝি ইংরেজবাজার থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
posted from Bloggeroid