সুরজ প্রসাদ
নির্মাণ কর্মীদের কাজে গাফিলতির জেরে মৃত্যু ঘটলো এক বালকের। বর্ধমানের রেল লাইনের উপর নতুন উড়ালপুল তৈরির কাজ চলছে জোরকদমে। প্রায়শই নির্মাণসামগ্রী পড়ে থাকে রাস্তার উপর। মাস খানেক আগে লোহার পাত নির্মীয়মান উড়ালপুল উপর থেকে পড়ে গিয়ে এক মহিলা পথচারী জখম হয়। তার পরও সচেতন হয়নি উড়ালপুল নির্মাণকারী সংস্থা। তেমনই ভাবে ওয়েল্ডিংয়ের বিদ্যুৎবাহী তার পড়ে ছিল বাজেপ্রতাপপুরের দিকে নির্মীয়মাণ উড়ালপুলে । ঘুড়ি ওড়াতে গিয়ে সেই খোলা তারের সংস্পর্শে আসে অনিমেষ দাস। বিদ্যুতস্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তার বয়স ১০ বছর। বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরের শিবতলায়।এই ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়।

নির্মাণ কর্মীদের কাজে গাফিলতির জেরে মৃত্যু ঘটলো এক বালকের। বর্ধমানের রেল লাইনের উপর নতুন উড়ালপুল তৈরির কাজ চলছে জোরকদমে। প্রায়শই নির্মাণসামগ্রী পড়ে থাকে রাস্তার উপর। মাস খানেক আগে লোহার পাত নির্মীয়মান উড়ালপুল উপর থেকে পড়ে গিয়ে এক মহিলা পথচারী জখম হয়। তার পরও সচেতন হয়নি উড়ালপুল নির্মাণকারী সংস্থা। তেমনই ভাবে ওয়েল্ডিংয়ের বিদ্যুৎবাহী তার পড়ে ছিল বাজেপ্রতাপপুরের দিকে নির্মীয়মাণ উড়ালপুলে । ঘুড়ি ওড়াতে গিয়ে সেই খোলা তারের সংস্পর্শে আসে অনিমেষ দাস। বিদ্যুতস্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তার বয়স ১০ বছর। বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরের শিবতলায়।এই ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়।
posted from Bloggeroid