সুরজ প্রসাদ
এবার চুরি পুলিশের বাড়ীতে। গত সাত মাস ধরে লাগাতার বর্ধমান শহরে একের পর এক চুরির ঘটনা ঘটছে।কখনো গৃহস্থের বাড়িতে তো কখনো মন্দিরে। বাদ যাচ্ছে না প্রাক্তন পুলিশ অফিসার
থেকে কর্মরত পুলিশ কর্মীও। শুক্রবার রাতে এক পুলিশ কর্মীর বাড়ির দরজার তালা ভেঙে ১২ ভরি সোনার গহনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ১১ নম্বর ওয়ার্ডের হ্যাচারী রোডের ক্ষুদিরাম পল্লীতে ।লাগাদার চুরি হওয়ায় বর্ধমান থানার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন।
posted from Bloggeroid