সোমবার, ডিসেম্বর ১৮, ২০১৭

খবর সংগ্রহে বর্ধমান জিআরপিএফের হাতে সাংবাদিক হেনস্থা


সুরজ প্রসাদ

সোমবার সকালে ট্রেনের মধ্যে দাবীদারহীন ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ালো বর্ধমান স্টেশনে।ঘটনার ছবি তুলতে গেলে রেলপুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় সাংবাদিককে।রেলপুলিশ সূত্রে জানা গেছে,আপ উত্তরবঙ্গ এক্সঃ বর্ধমান স্টেশনে পৌঁছালে এস৯ কামড়ায় একটি দাবীদারহীন ব্যাগ দেখতে পান কয়েকজন যাত্রী।তারা টিটিকে ব্যাপারটি জানালে সন্দেহ হওয়ায় রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। রেল পুলিশ খবর পেয়ে বোমস্কোয়াডের সঙ্গে যোগাযোগ করে।বোমস্কোয়াড এসে তল্লাশি চালালেও ব্যাগ থেকে জামাকাপড় ও বইপত্র ছাড়া সন্দেহজনক কিছু মেলে নি।ব্যাগে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগটির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেস্টা করছে রেলপুলিশ।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে ব্যাগটিকে নিয়ে ট্রেনে উঠে কোনো কারণে ট্রেন ফেল করেন কোনো যাত্রী।তাতেই বিপত্তির শুরু।তবে এই ঘটনার প্রভাব রেলপরিষেবায় সেভাবে

পড়েনি।রেল পরিষেবা ছিলো স্বাভাবিক।এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান জনপ্রিয় একটি পোর্টালের সাংবাদিক সুরজ প্রসাদ।অভিযোগ তাকে খবর সংগ্রহে বাঁধা দেন কর্তব্যরত রেলপুলিশের কর্মীরা।

posted from Bloggeroid


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER