রাজকুমার দাস
কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ এলাকায় আগামী ৮-১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩ য় "মানুষ মেলা"র।মনুষতত্ব ও মানসিকতার উৎসব মানুষ কে কেন্দ্র করে এর পথ চলা বলে

জানান উদ্যোক্তাদের পক্ষে শ্রী সৈকত সরকার।পরিকল্পনা ও রূপায়ণে ও তিনি ।বাউল ও ফকিরের জীবনদর্শনতে বিশ্বাসী এই মেলায় বাউল গান,ব্যান্ডের গান ,কবিতা পাঠ,নাচ ,গান সব কিছুই হবে।বাংলাদেশ থেকে ৯জন শিল্পী এতে যোগদান করতে আসছেন। ১২০ জন শিল্পী এই মেলায় অংশগ্রহণ করতে পারেন।পাশাপাশি বাংলা ছবির প্রমোশন অডিও রিলিজ ও করা হবে এই মেলা কে ঘিরে।মানুষ মেলা সত্যিকারের মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছে তা আগামীতে বলা যাবে।
কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ এলাকায় আগামী ৮-১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩ য় "মানুষ মেলা"র।মনুষতত্ব ও মানসিকতার উৎসব মানুষ কে কেন্দ্র করে এর পথ চলা বলে
জানান উদ্যোক্তাদের পক্ষে শ্রী সৈকত সরকার।পরিকল্পনা ও রূপায়ণে ও তিনি ।বাউল ও ফকিরের জীবনদর্শনতে বিশ্বাসী এই মেলায় বাউল গান,ব্যান্ডের গান ,কবিতা পাঠ,নাচ ,গান সব কিছুই হবে।বাংলাদেশ থেকে ৯জন শিল্পী এতে যোগদান করতে আসছেন। ১২০ জন শিল্পী এই মেলায় অংশগ্রহণ করতে পারেন।পাশাপাশি বাংলা ছবির প্রমোশন অডিও রিলিজ ও করা হবে এই মেলা কে ঘিরে।মানুষ মেলা সত্যিকারের মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছে তা আগামীতে বলা যাবে।
posted from Bloggeroid