সুরজ প্রসাদ
শুক্রবার দুপুরে ১৪তম সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার প্রথম আদিবাসী গ্রন্থাগারের উদ্বোধন হল শুক্রবার।উদ্বোধন করেন জেলা সভাধিপতি শ্রী দেবু টুডু।
বাম ৭০ মাইল জুয়ৌন জুমিৎ গাঁওতার পরিচালনায় এবং বর্ধমান জেলা জহেরের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
posted from Bloggeroid