মানস দাস, মালদা
কুড়ি হাজার নতুন টাকার জাল নোট-সহ একজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ ধৃত যুবকের নাম এমডি শারিফুল শেখ।তিনি মালদার রতুয়ার ভাদো গ্রামের বাসিন্দা।গোপন সূত্রে খবর পেয়ে ওই জাল নোট পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মালদা শহরেরর মালদা মেডিকেল কলেজ হসপিটাল এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ৷উদ্ধার হওয়া নোটের মধ্যে সব ২০০০ টাকার নোট বলে জানা গিয়েছে।টাকাগুলো মালদা জেলার কোন এলাকাতে পাচারের উদ্দেশ্যে সেগুলো আনা হচ্ছিল।বৃহস্পতিবার মেডিকেল কলেজ হসপিটালের সামনে সাদা পোশাকে জেলা পুলিশের বিশেষ দল তার জন্য অপেক্ষা করছিল।কালিয়াচক এলাকা থেকে মালদা শহড়ে আসতেই মহম্মদ সারিফুলকে পুলিশ আটক করে৷তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০০ টাকার ১০টি নোট উদ্ধার করে পুলিশ।খতিয়ে দেখেই নোটগুলি জাল,তা বুঝতে পারেন পুলিশ আধিকারিকরা।ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ অনুমান,নোটগুলি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে৷তবে বিএসএফের নজর এড়িয়ে কিভাবে পাচারকারী সীমান্ত পেরিয়ে এল,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ধৃত সারিফুল পুলিশের জেরায় স্বীকার করেছে,সে ক্যারিয়ার হিসেবে কাজ করে।শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে।৭ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করে ইংরেজ

বাজার থানার পুলিশ।
কুড়ি হাজার নতুন টাকার জাল নোট-সহ একজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ ধৃত যুবকের নাম এমডি শারিফুল শেখ।তিনি মালদার রতুয়ার ভাদো গ্রামের বাসিন্দা।গোপন সূত্রে খবর পেয়ে ওই জাল নোট পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মালদা শহরেরর মালদা মেডিকেল কলেজ হসপিটাল এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ৷উদ্ধার হওয়া নোটের মধ্যে সব ২০০০ টাকার নোট বলে জানা গিয়েছে।টাকাগুলো মালদা জেলার কোন এলাকাতে পাচারের উদ্দেশ্যে সেগুলো আনা হচ্ছিল।বৃহস্পতিবার মেডিকেল কলেজ হসপিটালের সামনে সাদা পোশাকে জেলা পুলিশের বিশেষ দল তার জন্য অপেক্ষা করছিল।কালিয়াচক এলাকা থেকে মালদা শহড়ে আসতেই মহম্মদ সারিফুলকে পুলিশ আটক করে৷তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০০ টাকার ১০টি নোট উদ্ধার করে পুলিশ।খতিয়ে দেখেই নোটগুলি জাল,তা বুঝতে পারেন পুলিশ আধিকারিকরা।ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ অনুমান,নোটগুলি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে৷তবে বিএসএফের নজর এড়িয়ে কিভাবে পাচারকারী সীমান্ত পেরিয়ে এল,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ধৃত সারিফুল পুলিশের জেরায় স্বীকার করেছে,সে ক্যারিয়ার হিসেবে কাজ করে।শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে।৭ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করে ইংরেজ
বাজার থানার পুলিশ।
posted from Bloggeroid