রাত বাড়তেই কুয়াশার চাদরে কালনা শহর ও শহরতলি । কুয়াশার কারণে বন্ধ হয়ে গেল কালনা শান্তিপুর ফেরি পরিষেবা । পাড়াপাড়ে আটকে পরা দুই শতাধিক যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করল কালনা পুরসভা ও কালনা পুলিস প্রশাসন ।কালনা মহকুমাশাসক নিতিন সিংহানিয়া এই মানবিক পরিষেবা প্রদানে মূখ্য ভূমিকা নেন।গত বুধবার রাতের
দিকে এই ঘটনা।
posted from Bloggeroid