শনিবার, ডিসেম্বর ২৩, ২০১৭

নদীয়ায় নিহত তৃনমূল কর্মীর বাড়ীতে পার্থ চট্টপাধ্যায়



শফিকুল ইসলাম, নদিয়া


নদিয়ার হাঁসখালি থানার বড়চুপড়িয়া গ্রামে এক তৃণমূল কর্মীকে বোমা মেরে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়েছে। মৃতের নাম আলিবদ্দিন মণ্ডল ওরফে বদ্দিন। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মি. নাগাদ ওই ব্যক্তি স্থানীয় বাজারের একটি দোকানে বসেছিলেন। আচমকাই কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমাবাজি করে। পরে আলিবুদ্দিনকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁরা। এমনকি তাঁকে কোপানো হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীরা পালিয়ে গেলে ওই তৃণমূল কর্মীকে বগুলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে খুন? তদন্তে নেমেছে পুলিশ।নিহত তৃণমূল কর্মী এলাকায় সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। যেকোনও অন্যায় দেখলেই রুখে দাঁড়াতেন। খুনের পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছে পরিবার। তাঁদের অভিযোগ, যারা খুন করেছে, তারা সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছে।
স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার এই খুনের ঘটনায় সিপিএম-বিজেপির দিকে আঙুল তুলেছেন। কিন্তু সিপিএম ওই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে।নদিয়া জেলা তৃণমূল সভাপতি গৌরিশঙ্কর দত্তের দাবি, দলে ঢুকিয়ে দেওয়া মুকুল রায়ের আবর্জনাদের কাজ এই হত্যাকাণ্ড।বিকেল পৌনে ৩টে নাগাদ হাঁসখালির বড়চুপড়িয়ায় আসেন দলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, দল আলিবদ্দিনের পরিবারের পাশে রয়েছে। আলিবদ্দিনকে রাজনৈতিক উদ্দেশে খুন করা হয়েছে। দোষীদের কেউ ছাড়া পাবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
তিনি অারও বলেন,এই মৃত্যু সাংগঠনিক ক্ষতি৷মমতা ব্যানার্জির নির্দেশে তিনি বড়চুপড়িয়া ও গাংনাপুরে এসেছেন৷নৃশংস খুন, কাপুরুষতার কাজ৷ভাবা যায়না৷ পরিকল্পিতভাবে করা হয়েছে৷অামি এলাকার মানুষদের শান্তি ও সম্প্রীতি নিয়ে বসবাস করার অনুরোধ জানাই ৷ শনিবার বড়চুপড়িয়ায় যান জেলা তৃণমূল সভাপতি গৌরিশঙ্কর দ্ত্ত, তৃণমূল নেতৃত্ব বাণীকুমার রায়,অাবির বিশ্বাস,সত্যরঞ্জন বিশ্বাস প্রমুখ৷বদ্দিনকে এর অাগে রামনগর বাজারে খুনের চেষ্টা হয়৷ সেসময় প্রাণে বাঁচলেও এবার অার সে বাঁচতে পারল না৷

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER