মানস দাস, মালদা
কালিয়াচকের সইদপুর গ্রামের আফরাজুলের বর্বর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে মঙ্গলবার বেলা ২ টায় কালিয়াচক ১ নং ব্লক কংগ্রেসের পরিচালনায় কালিয়াচক চৌরঙ্গী মোড়ে শান্তি মিছিলে পা মেলালেন সাংসদ মৌসম নুর, সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়ক ইশা খান চৌধুরী, সাবিনা ইয়াসমিন, সাধারন সম্পাদক নরেন্দ্র নাথ তিওয়ারি ও অনান্য ব্লক নেতৃত্ব ও আপামর জনসাধারন। অপরদিকে ওয়েলফেয়ার পার্টী মালদা জেলা শাখার প্রতিনিধিরা আজ আফরাজুলের বারি গিয়ে সহজোগিতার আশ্বাস দেন l আরাফাত আলি সহ সংগঠনের প্রতিনিধিরা মৃত শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান l

কালিয়াচকের সইদপুর গ্রামের আফরাজুলের বর্বর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে মঙ্গলবার বেলা ২ টায় কালিয়াচক ১ নং ব্লক কংগ্রেসের পরিচালনায় কালিয়াচক চৌরঙ্গী মোড়ে শান্তি মিছিলে পা মেলালেন সাংসদ মৌসম নুর, সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়ক ইশা খান চৌধুরী, সাবিনা ইয়াসমিন, সাধারন সম্পাদক নরেন্দ্র নাথ তিওয়ারি ও অনান্য ব্লক নেতৃত্ব ও আপামর জনসাধারন। অপরদিকে ওয়েলফেয়ার পার্টী মালদা জেলা শাখার প্রতিনিধিরা আজ আফরাজুলের বারি গিয়ে সহজোগিতার আশ্বাস দেন l আরাফাত আলি সহ সংগঠনের প্রতিনিধিরা মৃত শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান l
posted from Bloggeroid