সুরজ প্রসাদ
রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় খুশির হাওয়া বর্ধমান শহরে। শনিবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে কার্জনগেট চত্বরে একটি সভা করা হয়। রাহুল গান্ধীকে অভিনন্দন জানাতেই এই সভা বলে জানান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও ব্লক নেতা নাজির হোসেন। অনুষ্ঠানে বাজি ফাটানো ও মিষ্টি বিতরণ
করা হয়।
posted from Bloggeroid