সুরজ প্রসাদ

আগামী ২৫ থেকে ৩০ ডিসেম্বর বর্ধমান শহরে আসর বসছে ৪৪তম জুনিয়র ন্যাশানাল ভলিবল চ্যাম্পিয়নশিপের। দেশের ২৬ টি পুরুষ দল ও ২২টি মহিলা দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বর্ধমান জেলা ভলিবল-বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বনবিহারী যশ। তিনি আরও জানান, বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার বেশিরভাগ খেলা হবে।বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধি আসছে অংশ নিতে।
আগামী ২৫ থেকে ৩০ ডিসেম্বর বর্ধমান শহরে আসর বসছে ৪৪তম জুনিয়র ন্যাশানাল ভলিবল চ্যাম্পিয়নশিপের। দেশের ২৬ টি পুরুষ দল ও ২২টি মহিলা দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বর্ধমান জেলা ভলিবল-বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বনবিহারী যশ। তিনি আরও জানান, বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার বেশিরভাগ খেলা হবে।বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধি আসছে অংশ নিতে।
posted from Bloggeroid