শুক্রবার, ডিসেম্বর ০৮, ২০১৭

মুর্শিদাবাদে বালির লরির ধাক্কা আম্বুলেন্সে, হত ৪

ভাস্কর ঘোষ

অ্যাম্বুলেন্সের সঙ্গে  বালি ভর্তি লরির মুখোমুখি সংঘর্ষে  অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ জনের। পরে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় এক নার্সের । শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ  মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। ঘটক লরিটিকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। যদিও সেটির চালক ও খালাসি পলাতক। তাদের খোজে তল্লাসি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জুলেখা খাতুন(১৮), উৎপল সর্দার(২৫), রাতুল সাহা(৪৫) ও রিয়া সাহা(২৩)। প্রথম ৩ জনের মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।  রিয়া সাহা (২৩) নামের ওই নার্সকে পুলিশ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করে। সেখানের তাঁর অবস্থার দ্রুত অবন্নতি ঘটতে থাকে। সেখানের চিকিৎসকরা তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু বহরমপুর নিয়ে আসার সময় পথিমধ্যেই মারা যান রিয়া সাহা। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  এদিন আম্বুলেন্স করে বহরমপুরের এক বেসরকারি হাসপাতাল থেকে একজন হাসপাতাল কর্মী, দুইজন নার্স সহ মোট ৪ জন মিলে রঘুনাথগঞ্জ থানা এলাকায় সদাইপুরে একটি মেডিকেল ক্যাম্পে আসছিলেন। সেখানে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষার ক্যাম্প করার কথা ছিল। রঘুনাথগঞ্জ থানার মথুরাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের এক দিক ব্লক দেখে সিঙ্গলওয়ে ধরে এম্বুলেন্সটি চালাতে থাকে। রঘুনাথগঞ্জ ঢোকার আগে একটি লরিকে ওভারটেক করার সময় সামনে একটি বড় বালির লড়ির সামনে চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER