পূর্ব বর্ধমান জেলায় দুটি সম্মেলন হবে।একটি উত্তর ও একটি দক্ষিন মহকুমা তে।দক্ষিন মহকুমা ছয়টি ব্লক নিয়ে সেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।আজ সেই প্রস্তুতির পরিদর্শনে
আসেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ,জেলার সম্পাদক উওম সেনগুপ্ত, উজ্জ্বল প্রামানিক, দুই বিধায়ক নবীন বাগ ও নেপাল ঘোড়ুই প্রমুখ ছিলেন।
posted from Bloggeroid