বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০১৭

'গুনধর' ডাক পিওনের অসুস্থতা নিয়ে প্রশ্নচিহ্ন কাটোয়ায়

ডাকদপ্তর কে জানিয়েছেন গুরতর অসুস্থতার কথা।তাই মৌখিকভাবে বাবার কাজ চালাচ্ছেন ছেলে।তাও কেন্দ্রীয়সরকারের ডাকঘরের গুরুত্বপূর্ণ চিঠি বিলি করার কাজ।তিনি এমনই অসুস্থ যে কাটোয়া মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এর এজলাসে, কাটোয়া ১ নং ভূমি দপ্তরের শুনানিতে,  বিভিন্ন জায়গায় সশরীরে সাইকেল চেপে বিচরণ করছেন! হ্যা কাটোয়া মহকুমার পঞ্চাননতলা গোপালপুর গ্রামের বাসিন্দা খাইরুল মোল্লা খাতাকলমে আলমপুর ডাকঘরের পিওন হলেও শ্রীখন্ড এলাকায় প্রায় চিঠি বিলি করতেন।এক বিচারক( মোল্লা নুরুল হোদা) এর পৈতৃক সম্পত্তি ( জে এল নাম্বার ০৭, খতিয়ান ২০২৩,  দাগ নাম্বার ৬৬৭)  এর মিউটেশন নোটিশ ( এমএন/২০১৪/০২২৪/৪৭৯৯) আত্মসাৎ করে নিজ নামে জমির রেকর্ড বিনা দলিলে করেছেন বলে ওই বিচারক গত ০২/০৬/১৫ তারিখে বিএলআরও থেকে ডিএলআরও প্রত্যেককেই জানিয়েছিলেন।আপিল মামলায় ( কেস নাম্বার ১৭২/১৬) এই মিউটেশন বাতিল করার নির্দেশিকাজারী হলেও তিনি কাটোয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ভুমিদপ্তরের নানান জায়গায় মামলামকদ্দমা চালিয়ে যাচ্ছেন।আর এতে মদতদানের অভিযোগ উঠেছে কাটোয়ার বিভাগীয় ডাক আধিকারিক দপ্তরের বিরুদ্ধে।গত ২৬ মে এবং ১০ আগস্ট পূর্ব বর্ধমান জেলা পোস্ট অফিসার কে লিখিতভাবে জানালেও কোন প্রশাসনিক তদন্তের উত্তর পাইনি অভিযোগকারী। কিভাবে মেকি অসুস্থতা দেখিয়ে দিনের পর দিন ছেলে কে দিয়ে শ্রীখণ্ড ডাকঘরে চাকরী বজায় রেখেছেন তা নিয়েও কেন্দ্রীয় সংস্থা ডাকঘর কর্তৃপক্ষ এর ভূমিকায় উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন। সরকারী ভাবে মেডিক্যাল বোর্ড বসানোর দাবি উঠেছে তথাকথিত অসুস্থ শ্রীখণ্ড এলাকায় কাজ করা পিওন খাইরুল মোল্লার বিরুদ্ধে।গত ২৭/১২/ ১৭ তারিখে কাটোয়া ভুমি দপ্তরে এক শুনানিতে সারাদিন নেচে বেড়ালেন ভুমি দপ্তরে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER