জাহাঙ্গীর বাদশা
বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় সহ তাঁদের পরিবার নিয়ে কলকাতা বন্দর

থেকে উপকূল রক্ষী বাহিনীর সমুদ্রযানে করে হলদিয়া বন্দরে পৌঁছান। সেখান থেকে উপকূল রক্ষী বাহিনী জলযানে হয়ে সাড়ে ১০ টা নাগাদ সাগরে পাড়ি দেন। বন্দর সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে সাড়ে ১২ টা নাগাদ উপকূলরক্ষী বাহিনীর জলযানে হয়ে হলদিয়া বন্দরে ফিরবেন। সেখানে উপকূল রক্ষী বাহিনী সম্মান জানাবেন। ৩ টে ১৫ নাগাদ সড়ক পথে কলকাতার রাজভবনে যাবেন।তবে এদিন সাগর দফরে এসে দুই রাজ্যের রাজ্যপাল কিছু মন্তব্য করেননি।
বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় সহ তাঁদের পরিবার নিয়ে কলকাতা বন্দর
থেকে উপকূল রক্ষী বাহিনীর সমুদ্রযানে করে হলদিয়া বন্দরে পৌঁছান। সেখান থেকে উপকূল রক্ষী বাহিনী জলযানে হয়ে সাড়ে ১০ টা নাগাদ সাগরে পাড়ি দেন। বন্দর সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে সাড়ে ১২ টা নাগাদ উপকূলরক্ষী বাহিনীর জলযানে হয়ে হলদিয়া বন্দরে ফিরবেন। সেখানে উপকূল রক্ষী বাহিনী সম্মান জানাবেন। ৩ টে ১৫ নাগাদ সড়ক পথে কলকাতার রাজভবনে যাবেন।তবে এদিন সাগর দফরে এসে দুই রাজ্যের রাজ্যপাল কিছু মন্তব্য করেননি।
posted from Bloggeroid