নিজস্ব বার্তা, নদীয়া
নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতায় নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রণয় রায় সহ ৬জনকে গ্রেফতার করে সোমবার রানাঘাট আদালতে তোলা হয় ।সরকার

পক্ষের আইনজীবী অপূর্ব ভদ্র জানান,বিচারক ৬ জনকেই ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।ধৃতদের মধ্যে আছেন অভিযুক্ত প্রণয় রায় ,তার বাবা রনজিৎ রায়, মা পুষ্প রায়, আশ্রয়দাতা গীতা বর, কৃষ্ণ বিশ্বাস ও কপিল বিশ্বাস ।হাঁসখালিতে ওই নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত প্রণয়রায়কে রবিবার পেট্রাপোল থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল প্রণয়।অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুরকরেন স্থানীয় জনতা ।বিচারক ১৬৪ ধারায় নাবালিকার বয়ান গ্রহণ করেন সোমবার ।
নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতায় নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রণয় রায় সহ ৬জনকে গ্রেফতার করে সোমবার রানাঘাট আদালতে তোলা হয় ।সরকার
পক্ষের আইনজীবী অপূর্ব ভদ্র জানান,বিচারক ৬ জনকেই ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।ধৃতদের মধ্যে আছেন অভিযুক্ত প্রণয় রায় ,তার বাবা রনজিৎ রায়, মা পুষ্প রায়, আশ্রয়দাতা গীতা বর, কৃষ্ণ বিশ্বাস ও কপিল বিশ্বাস ।হাঁসখালিতে ওই নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত প্রণয়রায়কে রবিবার পেট্রাপোল থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল প্রণয়।অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুরকরেন স্থানীয় জনতা ।বিচারক ১৬৪ ধারায় নাবালিকার বয়ান গ্রহণ করেন সোমবার ।
posted from Bloggeroid