শুভেন্দু তন্তুবায়
বড়দিনে ফানুস উৎসবে মাতল মুকুটমনিপুর । সোমবার সন্ধ্যায় মুকুটমনিপুরের আকাশ ফানুসে ভরে ওঠে । পর্যটকদের হাত দিয়ে উড়ল প্রায় 750
ফানুস । এদিন ফানুস ছাড়াও জলাধারের আকাশ রঙিন আতসবাজিতে ভরে ওঠে ।প্রায় 250 টি রঙিন আতসবাজি পোড়ানো হয় ।এদিন এই ফানুস উৎসব ঘিরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো । মুকুটমনিপুর ডেভলপমেন্ট অথরিটিরর মেম্বার সেক্রেটারি তথা খাতড়ার মহকুমা শাসক তনয়দেব সরকার বলেন -মুকুটমনিপুর পর্যটন কেন্দ্রে এ ধরনের উৎসব এই প্রথম । পর্যটকদের আনন্দ দিতেই এ ধরনের আয়োজন । উৎসব ঘিরে আদিবাসী নৃত্য গীত ও ধামসা মাদলের আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে ।
posted from Bloggeroid