মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০১৭

মুকুটমনিপুরে ফানুস উৎসব


শুভেন্দু তন্তুবায়


বড়দিনে ফানুস উৎসবে মাতল মুকুটমনিপুর । সোমবার সন্ধ্যায় মুকুটমনিপুরের আকাশ ফানুসে ভরে ওঠে । পর্যটকদের হাত দিয়ে উড়ল প্রায় 750

ফানুস । এদিন ফানুস ছাড়াও জলাধারের আকাশ রঙিন আতসবাজিতে ভরে ওঠে ।প্রায় 250 টি রঙিন আতসবাজি পোড়ানো হয় ।এদিন এই ফানুস উৎসব ঘিরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো । মুকুটমনিপুর ডেভলপমেন্ট অথরিটিরর মেম্বার সেক্রেটারি তথা খাতড়ার মহকুমা শাসক তনয়দেব সরকার বলেন -মুকুটমনিপুর পর্যটন কেন্দ্রে এ ধরনের উৎসব এই প্রথম । পর্যটকদের আনন্দ দিতেই এ ধরনের আয়োজন । উৎসব ঘিরে আদিবাসী নৃত্য গীত ও ধামসা মাদলের আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে ।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER