সুরজ প্রসাদ
গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো কাটোয়া থানার পুলিশ।ধৃতের নাম আয়ূব সেখ (৫৪)।বাড়ি কাটোয়া থানার মন্ডলপাড়ায়।রবিবার দুপুরে বর্ধমান সদর আদালতে মাদক সংক্রান্ত এজলাসে পেশ করা হয় ধৃত কে। যদিও অভিযুক্তের পক্ষে জানানো হয়েছে - পুলিশ মিথ্যা মামলায় ফাসিয়েছে।

গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো কাটোয়া থানার পুলিশ।ধৃতের নাম আয়ূব সেখ (৫৪)।বাড়ি কাটোয়া থানার মন্ডলপাড়ায়।রবিবার দুপুরে বর্ধমান সদর আদালতে মাদক সংক্রান্ত এজলাসে পেশ করা হয় ধৃত কে। যদিও অভিযুক্তের পক্ষে জানানো হয়েছে - পুলিশ মিথ্যা মামলায় ফাসিয়েছে।
posted from Bloggeroid