সাধন মন্ডল
শনিবার বাঁকুড়া জেলা পুলিসের উদ্যোগে সারেঙ্গা থানার পরিচালনায় রক্তদান ও বস্ত্রদান শিবিরের উদ্বোধন করেন পুলিসসুপার সুখেন্দু হীরা।উপস্হিত ছিলেন এসডিপিও বিশপ সরকার,বিধায়ক
বীরেন্দ্রনাথ টুডু,সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, প্রমুখ।অনুষ্ঠানে দুই জন মহিলা সহ ৫৫জন রক্ত দানজ করেন। এছাড়া বেশ কয়েকজন দুস্থকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া সহায় প্রকল্পেরও উদ্বোধন করেন পুলিস সুপার।
posted from Bloggeroid