সঞ্জয় হালদার
চলে গেলেন ঝুমুর শিল্পী মিহির লাল সিংদেও। টুসু গীতের অনুরণন যখন কানে বাজছে, আমনকাটা রিক্ত ক্ষেতে কন্যা

বিদায়ের করুণ সুর খেলে যাচ্ছে- ঠিক তখনই থমকে গেল রুখাভূমির সাংগীতিক প্রাণ স্পন্দনটি, মানভূমের কোল খালি করে চিরতরে চলে গেলেন কৃতী সন্তান ঝুমুর শিল্পী মিহির লাল সিং দেও।
মিহির লাল সিংদেও-এর জন্মভুমি পুরুলিয়া জেলার কেন্দা থানার রাজনোয়াগড় গ্রাম। পিতৃকুল পঞ্চকোট রাজবংশ। চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র থেকে বি-মিউজ করে মাটির গান ঝুমুরকে আঁকড়ে ধরে রাঢ় ভূমিতে পরিচিত হয়েছিলেন ঝুমুর সম্রাট হিসেবে। বিরল সংগীত প্রতিভার জন্য 'বিড়লা একাডেমী অব আর্টস এন্ড কালচার' কর্তৃক 'পুরুলিয়ার পরশমণি' ও 'মানভুম রত্ন' উপাধি পেয়েছিলেন । মাত্র কয়েক বছর আগে (২০১৩) শিল্পীকে লালন পুরস্কারে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার।
চলে গেলেন ঝুমুর শিল্পী মিহির লাল সিংদেও। টুসু গীতের অনুরণন যখন কানে বাজছে, আমনকাটা রিক্ত ক্ষেতে কন্যা
বিদায়ের করুণ সুর খেলে যাচ্ছে- ঠিক তখনই থমকে গেল রুখাভূমির সাংগীতিক প্রাণ স্পন্দনটি, মানভূমের কোল খালি করে চিরতরে চলে গেলেন কৃতী সন্তান ঝুমুর শিল্পী মিহির লাল সিং দেও।
মিহির লাল সিংদেও-এর জন্মভুমি পুরুলিয়া জেলার কেন্দা থানার রাজনোয়াগড় গ্রাম। পিতৃকুল পঞ্চকোট রাজবংশ। চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র থেকে বি-মিউজ করে মাটির গান ঝুমুরকে আঁকড়ে ধরে রাঢ় ভূমিতে পরিচিত হয়েছিলেন ঝুমুর সম্রাট হিসেবে। বিরল সংগীত প্রতিভার জন্য 'বিড়লা একাডেমী অব আর্টস এন্ড কালচার' কর্তৃক 'পুরুলিয়ার পরশমণি' ও 'মানভুম রত্ন' উপাধি পেয়েছিলেন । মাত্র কয়েক বছর আগে (২০১৩) শিল্পীকে লালন পুরস্কারে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার।
posted from Bloggeroid