প্রতাপ চট্টপাধ্যায়
নন্দীগ্রাম ভূমি অান্দোলনে ২০০৭ সালে আজ এই দিনে সি.পি.অাই.এম-এর হাতে ভরত ,সেখ সেলিম ,বিশ্বজিৎ এই ৩ জন এর উপর আঘাত করেছিল ,সেই আঘাতের ফলে এই ৩জন শহীদ হয়েছিল
,আজ নন্দীগ্রাম সোনাচুরা শহীদমিনারে সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত এই এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহণ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
posted from Bloggeroid