কৃষ্ণ সাহা
পূর্ব বর্ধমানের রায়নার রামপুরে শুর হল শাহ মুনসর পীর সাহেবের মেলা। এই মেলা এ বছর ৮বছরে পা দিল। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেহারাবাজার ফাঁড়ির আইসি রতন
কুমার দাস, রায়না ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলি, সেহারা অঞ্চলের প্রধান দয়াবতী বাগ, উপপ্রধান সনৎ দে সহ অন্যান্যরা।
posted from Bloggeroid