কৃষ্ণ সাহা
পুর্ব বর্ধমানের খণ্ডঘোষের কুমিরকোলা রাধাগোবিন্দ মিলন মেলা উদ্বোধন হল আজ। ১৫০তম বর্ষে মেলার উদ্বোধন করলেন রাজ্যে মন্ত্রী শ্যামল সাঁতরা।
উপস্থিত ছিলেন বিধায়ক নবীন বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমেতির সভাপতি বাসবি রায়, পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দত্ত এছাড়া খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন প্রধান উপপ্রধানরা।
posted from Bloggeroid