বৃহস্পতিবার, জানুয়ারী ১৮, ২০১৮

মুক্তবাংলা পত্রিকার বেবি শো



বর্ধমান শহরের টাউনে হলে জেলার অন্যতম প্রাচিন দৈনিক পত্রিকা মুক্তবাংলার উদ্যোগে একটি বেবি শো এর আযোজন করা হয় । মুক্তবাংলার পক্ষে প্রসেনজিৎ সামন্ত জানিয়েছেন , এ বছর এই বেবি শো ২য় বর্ষে পদার্পণ করল । জেলার ১৫ জন শিশু কে নিয়ে অনুষ্ঠিত হয় এই বেবি শোটি ।বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তবাংলার প্রকাশক শ্যমলী সামন্ত , সেন্ট পলস একাডেমির প্রিন্সপাল জন মজুনদার , আইনজীবি কমল দত্ত , বিউটি সিযান সুহিরা ব্যাজার্জী , সামাজ সেবী সুশীল দত্ত এবং বিশিষ্ট ফটো গ্রাফার শনু সেন প্রমুখ ।প্রতিযোগিতায় প্রথম হয় শরন্যা মোদক দ্বিতীয় গুলনাজ সুলতানা এবং তৃতীয় হয় হয় স়্ঞ্জিদা নিগর একই সাথে ৬ টি আলাদা আলাদা বিভাগে ৬ জন কে পুরস্কৃত করা হয় ।বিভিন্ন রকম পারফমেন্সে মঞ্চ মাতিয়ে দেয় কচিকাচারা । নজর কারে তৃতীয় রাউন্ডে বাবা – মা কে নিয়ে মঞ্চে হাজির হওয়া খুদের পারফমেন্স । এই রাউন্ডে ১৫ জন প্রতিযোগিতাদের বাবা মার হাত ধরে মঞ্চে ওঠে এবং প্রত্যের হাতে ছিল বিভিন্ন সামাজিক বার্তাম্বলীত প্লাকেড ।সফল প্রতিযোগিদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন ।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER