সোমবার, জানুয়ারী ০৮, ২০১৮

পাশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমান গ্রেপ্তার


জাহাঙ্গীর বাদশা



এক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগ ছাড়াও বেশকিছু অভিযোগে রবিবার সন্ধ্যায় আটক করা হয় সদ্য তৃণমূল ছুট পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমানকে। মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে রবিবার রাত্রি ২টোর নাগাদ পাঁশকুড়ার বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূলের পুরপ্রধান

আনিসুর রহমান কে গ্রেফতার করে মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ। গ্রেফতারের পর ওই নার্সিংহোম থেকে থানায় নিয়ে যাওয়ার পথে অনিসুরের উপর হামলা চালায় একদল তৃণমূল কংগ্রেস কর্মী বলে অভিযোগ। পুলিশের সামনেই তাকে মারধর করা হয়। তাকে পুলিশের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। কোনোক্রমে পুলিশ তাকে ভ্যানে তুলে থানায় পাঠায়। আনিসুরকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানার পুলিশ ৷

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER