আজ সকালে যাত্রী বোঝাই বেসরকারী বাস উল্টে জখম ৪০ ।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। বেসরকারী বাসটি জামালপুর থেকে তারকেশ্বর যাওয়ার পথে জোড়বাঁধের কাছে উল্টো যায়। খারাপ রাস্তার কারণে বাসের পাতি ভেঙে গিয়েই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

posted from Bloggeroid