পুলকেশ ভট্টাচার্য
আগামীকাল দুপুরে মঙ্গলকোটের সাওতা আদিবাসীদের মাঠে দেড়হাজার ব্যক্তিদের নিয়ে পিকনিকে সামিল হচ্ছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।এক অনুগামী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন - সাহেব এবার পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেবেন, তাই এই খুশির আনন্দে এই পিকনিক।যদিও বিধায়ক শিবিরে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আগামীকাল দুপুরে মঙ্গলকোটের সাওতা আদিবাসীদের মাঠে দেড়হাজার ব্যক্তিদের নিয়ে পিকনিকে সামিল হচ্ছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।এক অনুগামী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন - সাহেব এবার পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেবেন, তাই এই খুশির আনন্দে এই পিকনিক।যদিও বিধায়ক শিবিরে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
posted from Bloggeroid