সেখ সামসুদ্দিন
মেমারি বইমেলা কমিটির উদ্দোগে বিশ্বশ্রী কন্যাশ্রী মঞ্চে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবির করা হয়। এদিন ১৫ জন মহিলা সহ মোট ৫৫জন রক্ত দেন। রক্তদাতাদের উৎসাহিত করতে সব সময়ের জন্য উপস্থিত ছিলেন মেমারি বইমেলা কমিটির সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী।
posted from Bloggeroid