ব্যাসদেব চক্রবর্তী
দীর্ঘ ৪৭ বৎসর পর বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের নগড়ী জুনিয়র হাইস্কুল মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হলো।আজ নগড়ী উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্ধোধনের মধ্য দিয়ে নবম শ্রেণীর ক্লাস শুরু হলো।এই শুভ উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।
posted from Bloggeroid