সেখ সামসুদ্দিন
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের উদ্যোগে মেমারি পুরসভা ছাত্র-যুব উৎসব কমিটির পরিচালনায় মেমারি কলেজে ছাত্র-যুব উৎসবের উদ্বোধন করেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক
অনির্বাণ কোলে। মেমারি চকদিঘি মোড়ে বিবেক মূর্তিতে মাল্যদান ও মশালে অগ্নিসংযোগ করে মশাল দৌড়ের সূচনা করেন মহকুমা শাসক, পুরপ্রধান স্বপন বিষয়ী ও উপপ্রধান সুপ্রিয় সামন্ত। কলেজে পতাকা উত্তোলন, বিবেক মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবর্গ। উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম, বিডিও, কাউন্সিলরবৃন্দ, সমাজসেবী এম এম মুন্সী, এম আই সি মেম্বার, অধ্যক্ষ, যুব কল্যাণ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে অঙ্কন সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা চলে।
posted from Bloggeroid