সঞ্জয় হাল্দার
আজ পুরুলিয়া জেলার মানবাজার 2 নং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং আনন্দধরা প্রকল্পের উদ্যোগে বরো কমিনিউটি হলে ন্যাপকিন তৈরি ও বিপণন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যা রানী টুঢু মহাশয়া, উপস্থিত ছিলেন মহকুমাসাশক সঞ্জয় পাল মহাশয়,বিধায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সরেন, ও অন্যান্য আধিকারিক গন।