মোহন সিং
আসানসোল বার্ণপুর কম্পিটিটর এসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের রেল ও সরকারি সংস্থায় নিয়োগের ক্ষেত্রে নিয়মের পরিবর্তনের বিরুদ্ধে,বিশেষত এ এল পি ও টেকনিশিয়ান দের জন্যে এজ লিমিট বৃদ্ধি, গ্রুপ ডি পোষ্টের জন্যে সমস্ত নন আইটিআই প্রার্থীকে যোগ্য হিসাবে বিবেচনা করতে হবে এবং শারিরীক প্রতিবন্ধিদের ক্ষেত্রে (oa)পোষ্ট কে (oH)পোষ্টের সাথে সংযুক্ত করণের দাবিতে শহর জোড়া মিছিল৷প্রায় হাজারের বেশি চাকুরী প্রার্থী এই মিছিলে অংশ গ্রহণ করে৷