নীলাদ্রি ঘোষ
রাস্ট্রায়াত্ত শিল্প সংস্থা গুলিকে রুগ্ন অথবা বেসরকারী করনের হাত থেকে বাঁচাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলো বাম শ্রমিক সংগঠন গুলি l মঙ্গলবার চিত্তরঞ্জন রেল কারখানার গেটে বাম শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত স্থানীয় লেবার ইউনিয়নের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ থেকে এমনই ডাক দিলেন সংগঠনের বাম নেতৃত্ব l চিত্তরঞ্জন রেল কারখানা , কোল ইন্ডিয়া সহ শিল্প সংস্থা গুলিকে রুগ্ন অথবা বেসরকারী করন করার কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রাজীব গুপ্ত , সভাপতি রাম সরন চৌহান , সহ সভাপতি স্নেহাসীশ চক্রর্বতী l