শুভেন্দু তন্তুবায়
বাঁকুড়ার বিষ্ণুপুরে এই প্রথমবার আন্তর্জাতিক স্তরের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।বুধবার এলাকার সাংসদ সৌমিত্র খাঁ 'র উদ্যোগে বাংলাদেশের অনুর্ধ পনেরো বনাম কলকাতা সিএবি অনুর্ধ পনেরোর প্রথম দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হল ।উদ্বোধনী অনুষ্ঠানে সিএবি ও বাংলাদেশ বোর্ডের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ ও এলাকার জনপ্রতিনিধিরা।সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের বলেন -ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের ইতিহাসে নতুন পালক যোগ হল ।ক্রিকেট প্রেমী বিষ্ণুপুরের মানুষ ঘরে বসেই আন্তর্জাতিক স্তরের খেলা দেখার সুযোগ পেলেন ।তিনি সিএবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন ।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও সিএবি কে ধন্যবাদ জানানো হয়েছে।এরকম ক্রিকেট প্রতিযোগিতার জন্য বিষ্ণুপুরবাসী খুব খুশি ।বিষ্ণুপুরবাসীর দাবি এরকম খেলা আবারও হোক ।