উজ্বল বন্দ্যোপাধ্যায়
৫৮ তম বাৎসরিক উৎসব ও কৃষি মেলা চলছে জয়নগরের নিমপীঠ বিবেকানন্দ ময়দানে। এই মেলার উদ্বোধন করেন বাগবাজার মিশনের নিত্যামুক্তানন্দজী মহারাজ,নিমপীঠ আশ্রমের সম্পাদক সদানন্দজি মহারাজ,কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিলেন্দু জ্যোতি মৈত্র।মেলাতে চাষের উপর আলোচনা হয়।