মোহন সিং
রানীগঞ্জের পীর এর বাবার মাজারে চাদর চড়ানোর জন্য বিশেষ সমারোহের আয়োজন করা হল আসানসোল স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। এই সমারোহে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ অভিজিত ঘটক। স্টেশন চত্বরে ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে আসানসোল থেকে বর্ণাঢ্য চাদর পাঠানো হয় রানীগঞ্জে। সুসজ্জিত ট্যাক্সিতেই নিয়ে যাওয়া হয় পবিত্র চাদর।