মোহন সিং
আসানসোলের গাঁড়ুইয়ে চেকিং পয়েন্টের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাশপুপ্ত। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তাপস বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখেরা। এদিন তপন দাশগুপ্ত জানান, এই চেকিং পয়েন্টকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করতে হবে। পাশপাশি কংক্রিটের রোড তৈরির বিষয়েও প্রতিশ্রুতি দিয়ে যান তিনি।