উজ্বল বন্দ্যোপাধ্যায়
বিশ্ব নারী দিবসে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে সম্মান জানানো হলো বাল্যবিবাহ রোধ করে পড়াশোনায় ফিরে আসা দশম শ্রেণীর ছাত্রী রুপজান ঘরামী,একাদশ শ্রেণীর মানুয়ারা শেখ,উচ্চমাধ্যমিকের ছাত্রী অর্পিতা অধিকারী,সমাজসেবী মায়া মন্দল সহ বেশ কয়েকজনকে।উপসিত ছিলেন কোলকাতার লোটাস রেসকিউ মিশনের সংগীতা গায়েন, সিনির অনিতা হালদার,মথুরাপুর থানার ওসি শিবেন্দু ঘোষ, হাই ইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি প্রমুখ।