মানস দাস,মালদা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিল মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।ব্লক TMCP কর্মীদের সাথে ব্লক সভাপতি রেজাউল আলী বুধবার মানিকচকের ইনায়েতপুর ইএ উচ্চ বিদ্যালয়ে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে চকলেট ও কলম তুলে দেওয়ার পাশাপাশি শুভেচ্ছা বার্তাও দেন তিনি।এই প্রসঙ্গে মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ রেজাউল আলী জানান,"আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রত্যেক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিবির করছে জেলা তৃণমুল ছাত্র পরিষদ।সাবিত্রী মিত্রের নেতৃত্বে এদিন এই স্কুলে পেন ও চকলেট দেওয়া হয় পরীক্ষার্থীদের মধ্যে।আমরা চাই সকল ছাত্রছাত্রী ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করুক।আমাদের প্রত্যেকদিন একটি করে বিদ্যালয়ে আমাদের শিবির চলছে তারই অঙ্গ হিসেবে আজ ইনায়েতপুর ইএ উচ্চ বিদ্যালয়ে আমাদের এই শিবির।