পারিজাত মোল্লা, মঙ্গলকোট
ওরা কেউ স্কুলে আর পড়েনা, বাড়ীতেই বসে থাকে এরা।মঙ্গলকোটের কবিতা খাতুন, সাবিনা খাতুন, সারমিনা খাতুন সহ এইরুপ ২৫ জন স্কুলছুট কিশোরীদের নিয়ে মঙ্গলকোট ব্লকে শুরু হয়েছে স্বাবলম্বী করার কর্মশালা। ওরা হাতে বোনা নকশি কাথা করছে।গত ৭ মার্চ থেকে মঙ্গলকোট ব্লক অফিসের দোতলায় শুরু হয়েছে ১৫ দিনের কর্মশালা। পেশাদার ট্রেনার নূরশোভা বেগম তাই অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি কিশোরী কে নকশা করা কাথা তৈরি শেখাচ্ছেন। প্রশিক্ষণ শেষে হাতে তুলে দেওয়া হবে সরকারি শংসাপত্র। এরপরে এদের তৈরি নকশী কাথা বিভিন্ন সরকারী মেলায় বিক্রির জন্য ঘুরবে বলে জানিয়েছেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল মহাশয়।স্কুলছুট কিশোরীদের নিয়ে আইসিডিএস দপ্তরের এহেন স্বনির্ভর গড়ার কর্মশালা এমএসডিপি ব্লক মঙ্গলকোটে ব্যাপক প্রভাব পড়েছে।আর্থিকভাবে পিছিয়ে পড়া এইসব পরিবারগুলিকে রুজিরোজগারে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন।