ওয়াসিম বারি
নকল পানীয় জল তৈরি ও বিক্রি করার অভিযোগ এ গ্রেফতার ব্যবসায়ী।গোপালনগর থানার পাল্লা দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে নকল পানীয় জলের কারখানার সন্ধান পেল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মঙ্গল হীরা নামে এক ব্যক্তি শুধুমাত্র পঞ্চায়েতের থেকে ট্রেড লাইসেন্স নিয়ে গত ৪ বছর ধরে এই কারবার চালাচ্ছিল। ২০ লিটারের ৪১টি জল ভর্তি ব্যারেল, ২১ টি খালি জার, ৭২৫ টি ক্যাপ, ৩৫ টি লেভেল এবং কেমিক্যাল উদ্ধার হয়। ওই ব্যক্তি বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।