মোহন সিং
আসানসোল পুরনিগমের সামনে হকারি করা হকাররা মেয়র জিতেন্দ্র তেওয়ারির সাথে সাক্ষাত করে গেলেন। তাদের বক্তব্য দিন প্রতিদিন ওই স্থানে হকার বেড়ে চলেছে। মেয়র জানিয়েছিলেন যে সমস্ত হকাররা আগে থেকে আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু এত হকার ওই এলাকায় চলে এসেছে, যে পুরোনো হকারদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। সেই কারনে তারা মেয়রের দ্বারস্থ হলেন।