পূর্ব বর্ধমানের কোগ্রামে পল্লি ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদরঞ্জন মল্লিকের বসতবাড়িতে মহাসমারোহে পালিত হল ১৩৬ তম জন্মদিন পালন।সকাল থেকেই কবিপ্রণাম, আবৃত্তি,সাহিত্য আলোচনার পাশাপাশি একঝাক ব্যক্তিদের বিভিন্ন গুণীজন স্মরণে সম্মান জ্ঞাপন করা হয়।শনিবার এই সাহিত্য সভায় বিশ্বভারতীর বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড: অমল পাল মহাশয় কে কুমুদ রত্ন, আঞ্চলিক গবেষক তাপস বন্দ্যোপাধ্যায় কে লোচনদাস রত্ন, পত্রলেখক সুব্রত রায় কে নুরুল হোদা রত্ন, প্রত্নোৎসাহী সেখ কাওসার আলী কে কেশব রত্ন, সাংবাদিক সুদিন মন্ডল কে ভাতার রত্ন, সমাজসেবী অমরচাঁদ কুন্ডু কে কেতুগ্রাম রত্ন, কবি কার্তিক চক্রবর্তী কে মাধবডিহি রত্ন, লিটিল ম্যাগাজিন সম্পাদক বিক্রমজিত মন্ডল কে শান্তিনিকেতন রত্ন, পত্রিকা সম্পাদক সেখ সামসুদ্দিন কে মেমারী রত্ন সম্মান জানানো হয়।এই অনুষ্ঠান মঞ্চে কবির পারিবারিক প্রতিনিধি শুভাশিস মল্লিক, অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম, সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন সংবর্ধনা প্রাপকদের একদা মঙ্গলকোট ওসি বর্তমানে বারাসাত জিআরপির ইন্সপেক্টর সঞ্জয় কুন্ডুর কাব্যগ্রন্থ 'আলোকিত ডানা' বই টি তুলে দেওয়া হয়।সেইসাথে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাটির কুমুদ সাহিত্য মেলা কমিটি কে দেওয়া শুভেচ্ছাবার্তা শোনানো হয়।কুমুদ সাহিত্য মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, সভাপতি শ্যামলাল মকদমপুরী জানান - এদিন দুই বর্ধমান এবং বীরভূম জেলা থেকে তিনশোর অধিক সাহিত্য প্রেমী মানুষ আজ যোগ দিয়েছেন এই সাহিত্যসভায়।
রবিবার, মার্চ ০৪, ২০১৮
কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় কবি সাহিত্যিকদের মহাসম্মেলন
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...