শুক্রবার, মার্চ ১৬, ২০১৮

আসানসোলে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা

মোহন সিং

সিএলডবলু এর সান্টিং ডিপার্টমেন্টে বৃহস্পতিবার কর্মরত ছিলেন ধানবাদ নিবাসী প্রবাল কান্তি ঘোষ(৩৬)৷রাত্রি ১১:৩০নাগাদ হঠাৎই কারখানায় লোডশেংডি হয়ে গেলে কর্মরত অবস্থায় দুটি বাফারের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন প্রবাল বাবু৷সহকর্মীরা তাকে উদ্ধার করে তড়িঘড়ি এম্বুলেন্সে খবর দিলেও,এম্বুলেন্স আসতে দেরি করে৷পরে প্রবাল বাবুকে চীত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে,তাকে মৃত বলে ঘোষনা করা হয়৷শেষে ময়না তদন্তের জন্যে দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়৷প্রবাল বাবু ধানবাদের বাড়িতে মা-বাবা ও পরিবারের সাথে থাকতেন,তার দুই মেয়ে আছে বলে জানা গেছে৷

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER