উজ্বল বন্দ্যোপাধ্যায়
কাকদ্বীপের গনেশনগরে একটি সভার মাধ্যমে সুন্দরবনের প্রান্তিক চাষীদের হাতে কৃষি সরঞ্জাম তুলে দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মনটুরাম পাখিরা।সুন্দররবন উন্নয়ন দফতরের উদ্যোগে এই বিলি করা হয়। মন্ত্রী জানান,সুন্দরবনের সব কটি ব্লকে এই বিলি করা হবে।৬হাজার ধান ঝাড়াই মেশিন,৭হাজার হ্যানড স্পে মেশিন,৮হাজার শেড নেট মোট ২১হাজার সরঞ্জাম দেওয়া হবে।