মেখলিগঞ্জ
সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার বিভিন্ন পড়ুয়াদের পাশে ফের দাঁড়াল বিএসএফ।এই উপলক্ষেই শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা সীমান্তে বিএসএফের ৬১ নং ব্যাটালিয়নের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বি এস পাটিয়াল,জে সিংসঙ প্রমুখ উপস্থিত ছিলেন।জানাগেছে এদিন সীমান্ত এলাকার বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে পড়ুয়াদের জন্য কম্পিউটার ও খেলার সামগ্রী দেওয়া হয়েছে।চ্যাংড়াবান্ধা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানিয়েছেন বি এস এফের তরফে তাদের বিদ্যালয়ের জন্য কম্পিউটার ল্যাবেরটরি করে দেওয়া হয়েছে।বি এস।এফের।এই উদ্যোগে তারা দারুন খুশি।এতে সীমান্ত গ্রামের বিভিন্ন পড়ুয়ারা দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।