সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্থানীয় স্বরুপনগরব্লক এস.জি.এস.ওয়াই হল প্রাঙ্গনে স্বরুপনগর পঞ্চায়েত সমিতির সহযোগীতায় এবং ব্লক কৃষিদপ্তরের ব্যবস্থাপনায় ১৬৭ জন বেনীফিশারির হাতে কৃষিতে যান্ত্রিকরনের লক্ষে সরকারী ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি বিতরন করলেন।কৃষকদের হাতে ভর্তুকী যুক্ত যন্ত্রপাতি প্রদান করলেন বি.ডি.ও বিপ্লব বিশ্বাস, সাথে ছিলেন এ.ডি.এ-নাজির উদ্দিন আহমেদ,এম.পি.প্রতিনিধি রমেন সরদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা সাহা,কৃষি কর্মধ্যক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, ঝর্ণা মণ্ডল প্রমুখ৷এদিন ৮৭টি পাম্প সেট.৬টি পাওয়ার টিলার ২২টি ক্ষুদ্র যন্ত্রপাতি প্রদান করা হয়।কৃষিদপ্তর সূত্রে জানা যায় যার ভর্তুকী মূল্য আনুমানিক ২৩ লক্ষ ৬৫৬ টাকা৷