সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ স্বরপনগর ব্লকের তেতুলিয়া নবারুন সংঘের ৩য় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হল।বসিরহাট জেলা হাসপাতাল ব্ল্যাড ব্যাংক রক্ত সংগ্রহ করে ।উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বীনা মন্ডল।শতাধীক নারী পুরুষ এই রক্তদান শিবিরে হাজির হন।সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।