সোমনাথ চক্রবর্তী ময়নাগুড়ি
শুক্রবার সকালে মাছ ধরতে জাল নিয়ে আনন্দ নগর পাড়ার বাসিন্দা সুকুমার হালদার রওনা দেন ময়নাগুরির আনন্দনগর পাড়ারই কলা খাওয়া নদীতে।মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন কিন্তু জালে মাছ লেগেছে ভেবে উঠিয়ে চক্ষুচড়কগাছ হয় উঠে সুকুমার বাবুর,এ কি এ তো মাছ নয় এ তো কচ্ছপ।এরপর সুকুমার হালদার বনকর্মী দের খবর দেন এবং বনকর্মীদের হাতে কচ্ছপ টিকে তুলে দেন।কচ্ছপ টিকে দেখতে প্রচুর লোকজন সুকুমার বাবুর বাড়ি ভীড় জমান।